Head Teacher Speech
প্রধান শিক্ষকের বাণী
গ্রামীন অঞ্চলের অবস্থিত চর নিকলা উচ্চ বিদ্যালয়টি ১৯৮৬ সনে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি মূলত গ্রামের অবহেলিত ছাত্র/ছাত্রীদের লেখা পড়ার একমাত্র প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। টাংগাইল জেলার ভূঞাপুর উপজেলার ৫ কি. মি. দূরে মনোরম পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত । গ্রামের যুব সমজের অক্লান্ত প্রচেষ্ঠায় বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল। বিদ্যালয়ে বর্তমানে ছাত্র/ছাত্রী সংখ্যা প্রায় ৩০০ জন। ১৯৮৭ সনে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভের পর থেকে পাঠদান অব্যহত আছে। ০১/০১/২০০০ সনে প্রতিষ্ঠানটি উচ্চ বিদ্যালয় হিসেবে পরিচালিত হয়ে আসছে জে.এস.সি. ও এস.এস.সি. বিদ্যালয়ে পরীক্ষার ফলাফল খুবেই সন্তোষ জনক। ২০১৪ সনের ২রা আগষ্ট আমি প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর প্রতিটি পাবলিক পরীক্ষার ফলাফল উন্নত হয়েছে। আমি বিদ্যালয়টির উত্তর উত্তর সাফল্য কামনা করছি।
মোহাম্মদ মোস্তাফিজুর রহমান