Head Teacher Speech

প্রধান শিক্ষকের বাণী

গ্রামীন অঞ্চলের অবস্থিত চর নিকলা উচ্চ বিদ্যালয়টি ১৯৮৬ সনে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি মূলত গ্রামের অবহেলিত ছাত্র/ছাত্রীদের লেখা পড়ার একমাত্র প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। টাংগাইল জেলার ভূঞাপুর উপজেলার ৫ কি. মি. দূরে মনোরম পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত । গ্রামের যুব সমজের অক্লান্ত প্রচেষ্ঠায় বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল। বিদ্যালয়ে বর্তমানে ছাত্র/ছাত্রী সংখ্যা প্রায় ৩০০ জন। ১৯৮৭ সনে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভের পর থেকে পাঠদান অব্যহত আছে। ০১/০১/২০০০ সনে প্রতিষ্ঠানটি উচ্চ বিদ্যালয় হিসেবে পরিচালিত হয়ে আসছে জে.এস.সি.  ও এস.এস.সি. বিদ্যালয়ে পরীক্ষার ফলাফল খুবেই সন্তোষ জনক। ২০১৪ সনের ২রা আগষ্ট আমি প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর প্রতিটি পাবলিক পরীক্ষার ফলাফল উন্নত হয়েছে। আমি বিদ্যালয়টির উত্তর উত্তর সাফল্য কামনা করছি।

ি